মনিরামপুরে ঘের থেকে ৫ লক্ষাধিক টাকার মাছ লুটের ঘটনার মামলা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ মার্চ ২০২২ ১২:৫৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মার্চ ২০২২ ১২:৫৭

ছবি সমসাময়িক
মনিরামপুর (যশোর) প্রতিনিধি।। মণিরামপুরে আব্দুল সালাম বিশ্বাস নামে এক ব্যক্তির মাছের ঘের থেকে ৫ লক্ষাধিক টাকার মাছ লুট করা হয়েছে। এ ব্যাপারে উপজেলার দূর্বাডাঙ্গা গ্রামের ভুক্তভোগী আব্দুল সালাম বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মণিরামপুর আমলী আদালতে মামলা একটি করেছে। আদালত মামলাটি আমলে নিয়ে যশোরের পিবিআইকে তদন্ত পূর্বক প্রতিবেদন দিতে বলা হয়েছে। মামলার অভিযোগে বাদী আব্দুল সালাম উল্লেখ করেছেন, স্থানীয় দূর্বাডাঙ্গা মৌজার নড়ের বিলে ১৪ বিঘা জমিতে একটি মৎস্য ঘের রয়েছে। জমির মালিকদের নিকট থেকে ১০ হাজার টাকা হারে লীজ গ্রহন করে ১৯ বছর ধরে রুই, কাতলা, মৃগেল, সীলভার, চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মৎস্য চাষ করে আসছে। গত ২৪ মার্চ সকালে বিবাদী হাসাডাঙ্গা গ্রামের নজরুল ইসলাম (৫৮), দূর্বাডাঙ্গা গ্রামের আয়ুব আলী (৩৫), সাকিম (৩২), শহিদুল ইসলাম (৩৮), আব্দুল্যা (৩৫), মণিরুজ্জামান (৪০) ও আকতার হোসেন (৩২) দলবন্ধ হইয়া হাতে লাঠি-দা ও কালাসহ দেশীয় মারাত্বক অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হইয়া মৎস্যঘের পাড়ে যান। এরপর বিবাদীরা জোরপূর্বক তার মৎস্যঘেরে টানা জাল দ্বারা মাছ ধরিয়া ১শ মণ মাছ লুটপাট করিয়া নিয়ে যায়। যার আনুমানিক মূল্য পাঁচ লক্ষাধিক টাকা হবে বলে বাদী মামলায় দাবী করেছেন। এ ব্যাপারে আব্দুল সালাম বিশ্বাস প্রভাবশালী বিবাদীদের ভয়ে থানায় ঘটনার দিন মামলা করতে না পেরে আদালতে এ মামলা দায়ের করেন। যার মামলা নং-২১৭।


আপনার মূল্যবান মতামত দিন: