
সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতা।। (আন্তর্জাতিক সেবা সংগঠন) পটিয়া এপেক্স ক্লাবের সদস্যদের মাঝে সংগঠনের কোর্টপিন বিতরন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
গত শনিবার পটিয়া উপজেলা স্মৃতিসৌধ অঙ্গনে এ আয়োজনের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান ও সিনিয়র সহ সভাপতি এপেক্সিয়ান আলমগীর আলম। এ সময় উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব পটিয়ার সাধারণ সম্পাদক এপেক্সিয়ান লেয়াকত আলী, সৈয়দ তালুকদার খোকন,মোরশেদুল আলম, আবদুল্লাহ ফারুক রবি, ইব্রাহিম রানা, মোরশেদুর রেজা সবুজ, আরাফাত হোসেন,জসীম উদ্দিন,পটিয়া প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক এপেক্সিয়ান সেলিম চৌধুরী, জিয়াউর রহমান, রুবেল,এমরান হোসেন প্রমুখ।এতে বক্তারা বলেন এপেক্স ক্লাব বর্তমানে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে মানবতাবাদী সংগঠন হিসাবেও কৃতিত্বের সাক্ষর বহন করছেন যা আগামী প্রজন্মের জন্য অণুকরনীয় দৃষ্টান্ত। পটিয়া ক্লাব প্রতিষ্টা করে আমরা পটিয়ার অসহায় মানুষের সেবার মাধ্যমে অনন্য দৃষ্টান্ত রাখতে চাই। সে লক্ষে সংগঠনের সকলকে একসাথে কাজ করতে হবে। পরে সংগঠনের সদস্যদের মাঝে পিন বিতরন করা হয়।

আপনার মূল্যবান মতামত দিন: