যশোরের সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের মহান স্বাধীনতার স্মরণে বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ মার্চ ২০২২ ১২:৩৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মার্চ ২০২২ ১২:৩৮

ছবি সমসাময়িক
মোঃ ওয়াজেদ আলী।। যশোর সদর উপজেলা সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের মহান স্বাধীনতা স্মরণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার ও সোমবার দুই দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব মোঃ আলতাফ হোসেন"র সভাপতিত্বে, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির পুরস্কার বিতরণ করেন ১১ নং রামনগর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ। বিশেষ অতিথি সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন সেক্রেটারি, নওশের আলী মন্টু। বিশেষ অতিথি জনাব বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা সভাপতি মুক্তিযোদ্ধা সংসদ রামনগর ইউনিয়ন সদর যশোর। ইউপি সদস্য রাশেদ হোসেন, সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, প্রতিষ্ঠাতা শিক্ষক বাবু রামকৃষ্ণ রায়, ০৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ে অবিভাবক সদস্য, গোলাম মোস্তফা, প্রভাষক রমজান আলী, আব্দুল কাদের, ফারুক হোসেন, জুমাইনা খাতুন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রধান শিক্ষক, মাঠ সজ্জায় ছিলেন, মিঃ রবিকর মন্ডল, গোলাম মোস্তফা, শান্তনু মন্ডল, উম্মে তামিমা।ধারা বর্ণনায়সহ বিদ্যালয়ে শিক্ষার্থী অবিভাবকগণ, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষাথীরা এবং ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।


আপনার মূল্যবান মতামত দিন: