রাজধানীতে কালবৈশাখী দেখা; ভ্যাপসা গরমের পর বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ মার্চ ২০২২ ১৭:২৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ মার্চ ২০২২ ১৭:২৩

ছবি সমসাময়িক
নিউজ ডেস্ক।। ঢাকার ধানমন্ডি, শ্যামলীসহ উত্তরাংশের বেশ কিছু এলাকায় আজ রোববার সন্ধ্যায় নাগাদ তুমুল বৃষ্টি শুরু হয়েছে। ওই সময় কোথাও কোথাও ঝড়ো হাওয়া বইছিল, আবার কোথাও ধূলিঝড়। এদিকে মধ্য ঢাকা ছিল একেবারে শুষ্ক। তবে আকাশ ছিল মেঘাচ্ছন্ন। রাত ৯টা নাগাদ ঢাকার প্রায় সব এলাকায় বইতে শুরু করে কালবৈশাখী। ভ্যাপসা গরমের পর তুমুল এই বৃষ্টি স্বস্তি বয়ে এনেছে রাজধানীবাসীর জন্য। আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ সৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানায়। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে সিলেটে ১১, শ্রীমঙ্গলে ৩, সীতাকুণ্ডে ৬, কুমিল্লা ও কুতুবদিয়ায় ১ মিলিমিটার এবং বরিশাল সামান্য বৃষ্টি হয়েছে। এদিকে দেশে আজ সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩৪, ময়মনসিংহে ৩০ দশমিক ৫, চট্টগ্রামে ৩২, সিলেটে ৩২ দশমিক ২, রংপুরে ৩২ দশমিক ২, খুলনায় ৩৪ এবং বরিশালে আজ ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পূর্বাভাসে বলা হয়, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ সৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।


আপনার মূল্যবান মতামত দিন: