পটিয়া ছনহরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ মার্চ ২০২২ ১৪:০২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মার্চ ২০২২ ১৪:০২

ছবি সমসাময়িক
সেলিম চৌধুরী, নিজস্ব সংবাদদাতাঃ-চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামশুল আলম আলমদার ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহে...রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। এদিকে (২৫ মার্চ) শুক্রবার দুপুরে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার এলাকা ছনহরা ইউনিয়ন ও পটিয়া জুড়ে শোকের ছায়া নেমে আসে। শুক্রবার রাত নয়টার সময় ছনহরা ইউনিয়নের তার গ্রামের বাড়ির বায়তুশ শরফ জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রিয় মর্যদায় দাফন করা হবে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি, উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম, পৌর মেয়র আইয়ুব বাবুল, সাবেক মেয়র শামসুল আলম মাষ্টার, আ'লীগ সভাপতি আ.ক. ম সামশুজ্জামান চৌধুরী, ছনহরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতী,সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ, চেয়ারম্যান সমিতির সভাপতি মোহাম্মদ সেলিম, জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, পটিয়া পৌরসভা জাতীয় পাটি সভাপতি সাবেক কমিশনার নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, দৈনিক জনতা সাংবাদিক ও পটিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, বীর মুক্তিযোদ্বা চেয়ারম্যান সামশুল আলমের মৃত্যুতে পটিয়া এপেক্স ক্লাবের শোক প্রকাশ। বীর মুক্তিযোদ্বা পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সামশুল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন এপেক্স ক্লাব অব পটিয়ার সভাপতি এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান, সিনিয়র সহ সভাপতি এপেক্সিয়ান আলমগীর আলম, সাধারণ সম্পাদক এপেক্সিয়ান লেয়াকত আলীসহ সংগঠনের নেতৃবৃন্দ। পটিয়া পৌরসভা জাতীয় শ্রমিকলীগ সভাপতি শফিকুল ইসলাম শফি, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মাজু, পটিয়া মুক্তিযোদ্ধা সংসদ, পটিয়া জাতীয় পাটি, যুবলীগ,ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ পটিয়া চেয়ারম্যান সমিতি। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের পরিজনদের প্রতি সমবেদনা জানান।


আপনার মূল্যবান মতামত দিন: