বাঙালিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মনপ্রাণ দিয়ে ভালবেসেছিল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ মার্চ ২০২২ ১২:০০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ মার্চ ২০২২ ১২:০০

ছবি সমসাময়িক

সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃ-স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি বলেছেন, যে বাঙালিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মনপ্রাণ দিয়ে ভালবেসেছি, সে বাঙালি জাতি বঙ্গবন্ধুকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করেছে। খুনিদের বিচার হলো, বাঙালি জাতির জন্য যে কালো দাগ সৃষ্টি হয়েছে তা বঙ্গোপসাগরের পানি দিয়ে ধোত করলেও মুচন হবে না। এদেশকে স্বাধীন করার জন্য বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন স্বাধীনতার ঘোষনা দিয়ে বাংলাদেশকে স্বাধীন করে তার স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছিলেন। কিন্তু বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্ন তাকে বাস্তবায়ন করতে দেয়নি এদেশের স্বাধীনতা বিরোধী চক্র। বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে স্বাধীন, সার্বভৌমত্ব রাষ্ট্রের স্বকীয়তা ধংসের পরিকল্পনা করেছিলেন। বঙ্গবন্ধুর নাম এদেশ থেকে মুচে ফেলতে চেয়েছিল স্বাধীনতা বিরোধী চক্র। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকার কারণে বঙ্গবন্ধুর নাম মুচে ফেলা সম্ভব হয়নি। গত ১৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করে এদেশকে বর্তমানে মধ্যম আয়ের দেশে পরিনত করেছে। চারিদিকে এখন উন্নয়নের জোয়ার চলছে। পটিয়াও উন্নয়নের কাতারে স্থান পেয়েছে। মুজিব জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পটিয়া উৎসবের মাধ্যমে ৪৩ গুণীজনকে স্বর্ণপদক দিয়ে পটিয়া আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী যে ভুমিকা রেখেছে এতে তিনি প্রশংসার দাবিদার। পটিয়ার ইতিহাস অনেক গৌরবের। এখানে অনেক কৃতিজনের জন্মস্থান তাদের সম্মাননায় এ ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাবে। তিনি আরো বলেন, পটিয়ার উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিক কারন সারা দেশে উন্নয়নের রোল মডেলে পটিয়াকে বাদ দেয়া যায় না। পটিয়াবাসীর সকলের সহযোগীতা থাকলে তাদের প্রত্যাশা অনুযায়ী সামনের দিনগুলোতে বর্তমান নেতৃত্বেই কাঙ্খিত উন্নয়ন সম্ভব। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। তিনি (২২মার্চ) মঙ্গলবার মুজিব জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে তিনদিন ব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমদিনে প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন।

পটিয়া ফাউন্ডেশনের তত্বাবধানে তিন দিনের অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সুধীজন অনুষ্ঠানে জাঁকজমক ভাবে অংশ নেন। পটিয়া উৎসব কমিটির চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হুইপ সামশুল হক চৌধুরী এমপি। বক্তব্য রাখেন উৎসব কমিটির কো- চেয়ারম্যান কবি সাংবাদিক রাশেদ রউফ, সচিব মুক্তিযোদ্ধা আ.ক.ম. শামসুজ্জামান। উপস্থিত ছিলেন ডিআইজি আনোয়ার হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ছালেহ মো. তানভীর, চট্টগ্রাম পুলিশ সুপার রশিদুল হক, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ তিমির বরণ চৌধুরী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, দক্ষিণ জেলা আলীগের সদস্য বিজন চক্রবর্ত্তীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, কাউন্সিলর ও ইউপি চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন। সম্মাননা প্রদানের আগে প্রধান অতিথি জাতীয় পতাকা উত্তোলন করেন। এর পর বেলুন ও পায়রা উড়িয়ে তিন দিন ব্যাপী পটিয়া উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিকেলে দ্বিতীয় পর্বে সংক্ষিপ্ত আলোচনার পর সাংস্কৃতিক অনুষ্টান এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আকাশে বর্ণিল আলোকজ্জল দৃষ্টিনন্দন ৫০ টি আতশবাজি উৎক্ষেপন করা হয়। বিভিন্ন স্তরের মানুষ ও পটিয়অর নগরবাসী এ আতশবাজি উৎক্ষেপন উপভোগ করেন। আজ বুধবার উৎসবের দ্বিতীয় দিনে পটিয়ার বিশিষ্ট ১১ গুনীজনকে “পটিয়া রতœ” ঘোষনা করে স্বর্ণ পদক সম্মাননা প্রদান করা হবে। এ অনুষ্ঠানে বিকেল তিনটায় পটিয়া হাই স্কুল মাঠে প্রধান অতিথি থাকবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি।


আপনার মূল্যবান মতামত দিন: