
মোঃ ওয়াজেদ আলী।। যশোর সদর উপজেলা ১১ নং রামনগর ইউনিয়নে সতীঘাটা কামালপুর যুব সমাজ ও গ্রামবাসীর উদ্যোগে ৯ ম বার্ষিকী ওয়াজ মাহফিল। সোমবার বাদ আছর সতীঘাটা নতুন বাজার উত্তর পার্শ্বের মাঠ প্রাঙ্গনে ৯ ম ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। কামাল পুর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি নুরুনবী চৌধুরী'র সভাপতিত্বে প্রধান বক্তা,বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সুমিষ্টভাষী বক্তা, হাফেজ হযরত মাওঃ মুফতি আমানুল্লাহ কাসেমী সাহেব, মুহতামিম,আল- জামিয়াতুল ইসলামিয়া দড়াটানা মাদ্রাসা যশোর। বিশেষ অতিথি, তরুণ উদীয়মান ও সুমিষ্টভাষী বক্তা,আলহাজ্ব হযরত মাওঃ মুফতি মনিরুজ্জামান ওলী নগরী,মুহতামিম,মুসলিহুল উম্মা কাওমী মাদ্রাসা, ফরিদপুর।
যিকিরে বয়ান করবেন, হযরত মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব, সাধারণ সম্পাদক মুজাহিদ কমিটি, রামনগর ইউনিয়ন। আয়োজনে সতীঘাটা কামাল পুর যুব সমাজ ও গ্রামবাসীর। এই ওয়াজ মাহফিলে সকল মুসল্লীগণ দলে দলে যোগদান করুন।

আপনার মূল্যবান মতামত দিন: