
মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর।।
স্বাধীন বাংলাদেশের স্থপতি, রাজনীতির মহাকবি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০২ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষে গাজীপুরের টঙ্গীর সুনামধন্য ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল (১৭ মার্চ) বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতীয় শিশু দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।পড়ে বিকেলে কেক কাটা ও পুরষ্কার বিতরণীর মাধ্যম অনুষ্ঠান শেষে করা হয়।
এ সময় বঙ্গবন্ধুর আত্ম জীবনী নিয়ে আলোচনা করা, চিত্রাঙ্গন, রচনা প্রতিযোগিতা ও বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ অধ্যক্ষ মো মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভণিং বডির সভাপতি ভাষা সৈনিক মো আব্দুল মতিন। বিশেষ অতিথি ছিলেন ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মো নাসির উদ্দীন মোল্লা, অভিভাবক সদস্য মনসুরুল ইসলাম মিলান,সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম,সহকারী প্রধান শিক্ষক আব্দুল মতিন প্রমুখ।
অনুষ্ঠান শেষে জন্ম বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও মিষ্টি বিতরণ করা ও প্রতিযোগিতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: