
স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরের সদর উপজেলার কাঁউগা মোড়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে মটড়সাইকেলের ধাক্কায় দুজন নিহত হয়েছে।
রবিবার (২০ মার্চ) আনুমানিক ভোর ৫ ঘটিকার দিকে উপজেলার কাউগা মোড়ে দূর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন-দিনাজপুর শহরের বড়বন্দর এলাকার কৃষ চন্দ্র মজুমদার ও সদর উপজেলার রামসাগর তাজপাড়া এলাকার তৈয়ব উদ্দীন এর ছেলে আনোয়ারুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়,রবিবার ভোর ৫ ঘটিকার দিকে দিনাজপুর ফুলবাড়ি মহাসড়কে সদর উপজেলার কাঁউগা মোড়ে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা নষ্ট ট্রাকে ফুলবাড়ি থেকে দ্রুতগতিতে আসা মটরসাইকেল দাড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে মটরসাইকেলের দুই আরোহীর মৃতু হয়।
দিনাজপুর ফাঁয়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার মো মেহফুজ তানজীর জানান, "ভোর ৬ঘটিকার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে আগে থেকেই নষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে দুজনই মৃত্যুবরণ করেন। এসময় নিষিদ্ধঘোষিত নেশাজাতীয় ফেন্সিডিল পাওয়া যায়। লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে"।

আপনার মূল্যবান মতামত দিন: