শিশুর জন্য সুরক্ষিত স্বাস্থ্যকর নগরী গড়ার লক্ষ্যে গণসচেতনতামূলক প্রচারাভিযান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ মার্চ ২০২২ ১৪:৫০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ মার্চ ২০২২ ১৪:৫০

ছবি সমসাময়িক
মাহবুবুর রহমান জিলানী, টঙ্গী গাজীপুর।। বাংলাদেশের দেশের প্রতিটি শিশু বেড়ে উঠবে সুরক্ষিত ও স্বাস্থ্য সম্মত পরিবেশে, এটি তার অধিকার”এই শ্লোগানকে সামনে রেখে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ টঙ্গী আরবান প্রোগ্রাম অদ্য ২০মার্চ ২০২২, গাজীপুর সিটি কর্পোরেশন আওতাধীন ৪৬, ৪৯, ৫১, ৫৩ ও ৫৫ ওয়ার্ডে প্রতিটি মহল্লায়, গণবসতি এলাকায় ও রেলষ্টেশন এলাকায় দিনব্যাপী ব্যাপক সচেতনতামূলক গণজারণ ও প্রচারাভিযান এর আয়োজন করে। যারমধ্যে ছিল; বিষয়ভিত্তিকজারিগান ওনাটকপ্রদর্শন, মাইকিং, লিফলেট বিতরণ, আলোচনা সভা ইত্যাদি। উল্লেখিত ৫টি ওয়ার্ডেও সকল জনসাধারণের মধ্যে গণজাগরণ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ঝাকতরুন-তরুনী’র নেতৃত্বে উল্লেখিত ওয়ার্ড সমূহের নির্বাচিত কাউন্সিলরবৃন্দ, ওয়ার্ল্ড ভিশনবাংলাদেশ টঙ্গী’র সকল কর্মী, স্থানীয় শিশু ও ইয়্যুথ ফোরাম এবং ইউএনডিসি’র সদস্যদেও সহযোগিতায় পরিচালিত এ কার্যক্রমের মাধ্যমে প্রায় ২ লক্ষ ২৫ হাজার মানুষকে শিশুগ্রম রোধ, শিশুর জন্য খেলার মাঠ, কিশোরীদেও প্রজনন স্বাস্থ্য ও বায়ু দুষন রোধ বিষয়ে সচেতনতার আওতায় নিয়ে আসা হয়। প্রতিটি ওয়ার্ডে আলাদা আলাদা ভাবে এই গণজাগরণ ও গণসচেতনতামূলক প্রচারাভিযানে নেতৃত্ব দেন এলাকার সন্মানিত ও নির্বাচিত স্থানীয় কাউন্সিলরগণ। সকল কাউন্সিলরগণ এবং স্থানীয় এলাকাবাসী’র মতে ওয়ার্ল্ড ভিশন টঙ্গী’র এটি একটি খুবই চমৎকার এবং ফলপ্রসু প্রচারাভিযান যা কখনও ইতিপূর্বে হয়েছে কিনা তা তাদেও জানা নাই, সম্ভবত এ ধরণের উদ্যোগ এটিই প্রথম। সকলের মতে এটি ছিল একটি সঠিক কৌশল বা প্রক্রিয়াযার মাধ্যমে এক সঙ্গে একই দিনে প্রিায়২ লক্ষ ২৫ হাজার মানুষকে সচেতন করা হয়েছে।সকলেই শিশুর উন্নয়ন, সকল শিশুর জন্য উন্মুক্ত খেলার মাঠ/পার্ক, শিশু বিকাশ, শিশু সুরক্ষা, নিরাপত্তা ও সুস্বাস্থ্য নিশ্চিত করণে এধরণের সচেতনামূলক কার্যক্রম বারবার পরিচালনা করা উচিৎ বলে মনে করেন, পাশাপাশি সরকার এবং সিটি কর্পোরেশনকেও এ ধরণের কার্যক্রম পরিচালনার আহবান জানান। অনুষ্ঠানগুলোতে উপস্থিত থেকে বিভিন্ন কার্যক্রমের উদ্বোধন করেন ৪৯ ওয়ার্ড কাউন্সিলর মো ফারুক হোসেন, ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম, ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন, ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর সোলাইমান হায়দার, ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসেম প্রমুখ। স্থানীয় জনগণের মতে গণজাগরণ এবং গণসচেতনতামূলক কার্যক্রম সম্পর্কে আমরাযে সচেতন হলাম সেগুলো বাস্তবায়নে সঠিক ও কার্যকরী পদক্ষেপ নেবার জন্য বাংলাদেশ সরকার এবং সিটি কর্পোরেশনকে সবিনয়ে নিবেদন জানান। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ টঙ্গী আরবান প্রোগ্রাম এর সমন্বয়কারী ডমিনিক সেন্টু গমেজ বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আরবান প্রোগ্রাম বাংলাদেশে এর ৫০ বছরপূর্তি উপলক্ষ্যে কর্ম এলাকা তথা সকল শিশুর জন্য সুরক্ষিত ও স্বাস্থ্যসম্মত নগর গড়ে তোলার লক্ষ্যে সরকার, সিটি কর্পোরেশন ও সাধারণ জনগণের মধ্যে ব্যাপক গণসচেতনতামূলক প্রচারাভিযান শুরু করেছে। এলাকাবাসীর চাহিদা, প্রয়োজন এবং যথাযথ অর্থেও নিশ্চয়তা থাকলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ টঙ্গী আরবান প্রোগ্রাম এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও চালিয়ে যাবে।


আপনার মূল্যবান মতামত দিন: