
আনোয়ার পারভেজ অনুজ।। যশোরের মনিরামপুরে মাছের ঘের থেকে বিল্লাল হোসেন (৪৪) এর লাশ পেলেন স্ত্রী আমেনা বেগম। নিহত বিল্লাল একজন এক মুদি দোকানি।
১৯ মার্চ শনিবার বিকেল ৫ টার দিকে উপজেলার লক্ষ্মণপুর গ্রামের উজ্জ্বলের ঘেরে লাশটি দেখতে পান তিনি স্থানীয় জনগণ। খবর পেয়ে পুলিশ ঘেরের পাড়ের পড়ে থাকা বিল্লালের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করেছে।
বিল্লাল হোসেন লক্ষ্মণপুর গ্রামের আব্দুল সরদারের ছেলে। তিনি চার কন্যার জনক। স্থানীয় নেংগুড়াহাট বাজারে তার মুদি দোকান রয়েছে।
স্থানীয়রা জানান, এলাকার চক্রবৃদ্ধির সুদখোর তুহিন সুদের কয়েক লাখ টাকা পাবে বিল্লালের কাছে। ওই টাকার জন্য তুহিন সম্প্রতি তাকে সর্বোচ্চ চাপ প্রয়োগ করে আসছিল। শুক্রবার বিকেলে স্ত্রীর সাথে সুদে টাকার বিষয়ে ঝগড়া হয় বিল্লালের। এরপর তিনি দোকানে চলে যান। রাতে সেখান থেকে আর বাড়ি ফেরেননি।
খোঁজাখুঁজির এক পর্যায়ে শনিবার বিকেলে ৫ টার দিকে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে উজ্জ্বলের ঘেরে তার লাশ পাওয়া যায়। মৃতদেহের অদূরে একটি মৃত শালিখ পাখিও পাওয়া গেছে। অনেকের ধারণা কীটনাশক পানে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য পুলিশ বিল্লালের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: