
রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধিঃ
মাগুরার শ্রীপুর থানার হাটশ্রীকোল গ্রামে বসত বাড়ির অদূরে কুমার নদের তীরের নির্জন স্থানে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে প্রেম ঘটিত কারণে ধারালো ব্লেড দিয়ে গলা কাটা হয়েছে।
নিহত স্কুল ছাত্রী হাটশ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ের পড়াশোনা করতো বলে সংবাদ মাধ্যম জানতে পেরেছে।
বৃৃৃৃহস্পতিবার বিকেল ৩ টায় নিখোঁজ হলে শুক্রবার বেলা ১১ টার দিকে কমার নদের তীরে বাঁশ বাগানের পাশের একটি গর্তে লাশটি পাওয়া যায়।
নিহত রাজিয়া খাতুন (১২)। সে হাটশ্রীকোল গ্রামের মিখিজ শেখের মেয়ে।
নিহতের দাদা আসমত আলী শেখ সংবাদ মাধ্যমকে জানান, তার নাতী (ছেলের মেয়ে) রাজিয়া খাতুন বিকেল ৩টার পর থেকে পাওয়া যাচ্ছিল না।
অনেক খোঁজাখোঁজির পর শুক্রবার সকাল ১১টার দিকে বাড়ি থেকে একটু দূরে একটি ছোট মাটির গর্তে তার গলাকাটা লাশ পাওয়া যায়। তবে কোন একটা ছেলে আমার নাতনীকে মোবাইল কিনে দিয়েছিলো।
এবং দুই প্রতিবেশী মহিলা মোবাইলে কথা বলাতো বলে তিনি অভিযোগ করেন।
এদিকে এই ঘটনায় শ্রীপুর থানা পুলিশকে অবহিত করলে সকালে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় ও ওসি তদন্ত মোশাররফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরী করে লাশ উদ্ধার করেন। পরে সংবাদ পেয়ে মাগুরা পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহতের বড় ভাই রাজু বলেন, বৃহস্পতিবার বিকেলে বোন বাড়ির পাশে নদের চরে রসুনের ক্ষেত দেখতে যায়৷ এ সময় ২৫ থেকে ২৬ বছর বয়সী আমাদের গ্রামের একটি ছেলের আগাগোনা দেখা যায়। আমি তার নাম জানিনা, আমার বোনকে হত্যা করা হয়েছে, আমরা এই হত্যাকান্ডের বিচার চাই।
শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রীটিকে নির্মমভাবে গলা কাটা হয়েছে, কারা এই ঘটনাটি ঘটিয়েছে এবং এর পেছনের কারণ দ্রুত তদন্ত করে বের করা হবে বলে জানান তিনি।

আপনার মূল্যবান মতামত দিন: