
স্টাফ রিপোর্টার।। লোকসমাজ মফ:স্বল সাংবাদিক ফোরামের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হবে আগামি ২৬ মার্চ যশোর জেস গার্ডেনে।গতকাল বুধবার বিকেলে লোকসমাজের প্রধান কার্যালয়ে ফোরামের বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত হয়।
লোকসমাজ মফ:স্বল সাংবাদিক ফোরামের সভাপতি এস এম মজনুর রহমানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক নজরুল ইসলাম মল্লিকের পরিচালনায় জরুরী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি অশোক কুন্ডু, যুগ্ম সম্পাদক মুকুরুল ইসলাম মিন্টু, তথ্য ও যোগাযোগ সম্পাদক তরিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামসুল আলম খোকন, রিফাত রহমান প্রমুখ।
সভায় বার্ষিক বনভোজনের তারিখ নির্ধারন ছাড়াও লোকসমাজের প্রকাশক সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের ছোটভাই ডা.আমিরুল ইসলামের মৃত্যুতে ফোরামের পক্ষ থেকে তার আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

আপনার মূল্যবান মতামত দিন: