মণিরামপুরের শ্যামকুড় ইউপিতে বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ মার্চ ২০২২ ১৩:৪১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ মার্চ ২০২২ ১৩:৪১

ছবি সমসাময়িক
বিশেষ প্রতিনিধি।। মণিরামপুর উপজেলার ১২ নং শ্যামকুড় ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ই মার্চ (বৃহস্পতিবার) সকালে ইউনিয়ন পরিষদের হল রুমে ইউনিয়ন পরিষদের নবাগত সচিব মিনাল কান্তি সাহের সভাপতিত্বে কেক কাটার মধ্যে দিয়ে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মনিরামপুর উপজেলার আ.লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক বাবু অজিত কুমার ঘোষ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন আলমের স্নেহধন্য ছোটো ভাই উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন, ৬ নং ওয়ার্ড আঃলীগের সভাপতি বাবর আলী বাবু, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মুহিদুল ইসলাম, জহুরুল ইসলাম, বিল্লাল, সজল, বাবু, ইউপি সদস্য ইকরামুল কাবির, মোঃ ইকবাল হোসেন, সিরাজুল ইসলাম, সাকাত হোসেন, মহিলা ইউপি সদস্য রওশনারা রশিদ, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ওয়াহিদ মুরাদ সাগর, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, জি,এম মেহেদি হাসান, সবুজ, হাসান, আপেল বাপ্পিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।


আপনার মূল্যবান মতামত দিন: