কেশবপুরের ত্রিমোহনীতে পরাজিত প্রার্থী সুজন কতৃক অব্যাহত হুমকির ঘটনায় সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ মার্চ ২০২২ ০৪:৩৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মার্চ ২০২২ ০৪:৩৪

ছবি সমসাময়িক
বিশেষ প্রতিনিধি।। বিগত ৫ জানুয়ারির ইউনিয়ন নির্বাচনে কেশবপুর উপজেলার ত্রিমোহনী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েও পরাজিত হন জাহাঙ্গীর আলম খান সুজন। নির্বাচনের পর থেকে বিজয়ী প্রার্থী এস,এম আনিসুর রহমানের একনিষ্ঠ কর্মীদের তিনি হুমকি ধামকি ও ক্ষয় ক্ষতি করার কাজ অব্যাহত রেখেছেন এমন অভিযোগ এনে সোমবার বিকেলে রাজগঞ্জ আঞ্চলিক প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন চাদড়া গ্রামের দেবতোষ কর্মকার। তিনি একজন বালু ও মাটি ব্যবসায়ী। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১১ মার্চ রাত ৮ টারদিকে মোটরসাইকেল যোগে অপর ব্যবসায়ী মিন্টুর বাড়ি যানলওয়ার সময় আনুমানিক সাড়ে ৮ টারদিকে জাহাঙ্গীর আলম খান সুজনের নেতৃত্বে আরো ১০/১২ জন গতিরোধ করেন। এ সময় তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় এবং হুমকি ধামকি দিয়ে তার পকেটে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে আসামীদের জীপ গাড়ীতে তুলে নিয়ে সুজনের গোপালপুর বাজারস্থ ফ্রিজের শোরুমে আটকে রাখে। সেখানে তার জীবন নাশের হুমকি দিয়ে একশ টাকা মূল্যের তিনটি নন্ জুডিসিয়াল সাদা স্ট্যাম্পে সাক্ষর নেয়া হয় বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন দেবতোষ কর্মকার। এরপর হুমকি দিয়ে বলা হয় এই ঘটনা কাউকে বললে বা মামলা মোকদ্দমা করা হলে সাক্ষর করা স্ট্যাম্পে যা খুঁশি তাই লিখে নিয়ে হয়রানি করা হবে। বিষয়টি তিনি স্থানীয় চেয়ারম্যান আনিসুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করাসহ কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


আপনার মূল্যবান মতামত দিন: