
মোঃ ওয়াজেদ আলী।। যশোরের মনিরামপুরে স্কুলে ক্লাশ নেওয়ার জন্য বার বার তাগিদ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে চেয়ার নিয়ে প্রধান শিক্ষকের ওপর হামলা চালিয়ে বেধড়ক মারপিটের অভিযোগ পাওয়া গেছে অহেদুজ্জামান জিবুল নামে এক সহকারি শিক্ষককের বিরুদ্ধে। এতে প্রধান শিক্ষকের মাথা ফেটে যাওয়াসহ গুরুতর আহত হয়। পরে প্রধান শিক্ষককে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আর এ ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের বলিয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এ ব্যাপারে ওই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। ফলে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে তিনজন সহকারি শিক্ষা অফিসারের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।অন্যদিকে ন্যাক্কারজনক এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এলাকাবাসী ফুসে উঠেছে।
বলিয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হোসেন জানান, অধিকাংশ সময়ে সহকারি শিক্ষক অহেদুজ্জামান জিবলু ক্লাশ না নিয়ে লাইব্রেরিতে(অফিস) বসে মোবাইল ফোন নিয়ে আড্ডায় ব্যস্ত থাকেন। তিনি জানান, রোববার সহকারি শিক্ষক জিবলুর প্রথম ও পঞ্চম শ্রেণীতে পাঠদানের কথা ছিল। কিন্তু তিনি ক্লাশে না গিয়ে অফিসে বসে মোবাইল ফোন নিয়ে আড্ডায় মেতেছিলেন। এ সময় প্রধান শিক্ষক তাকে ক্লাশ নেওয়ার জন্য বার বার চাপ প্রয়োগ করেন। প্রত্যক্ষদর্শী দুইজন সহকারি শিক্ষক আনিচুর রহমান ও ডলি রানী বিশ্বাস জানান, রোববার দুপুর দেড়টার দিকে তারা(সহকারি শিক্ষকরা) প্রধান শিক্ষক রেজাউল হোসেনের সাথে বৈঠকে বসে নতুন ক্লাশ রুটিন তৈরি করেন। কিন্তু এ রুটিনে ক্লাশ বন্টন নিয়ে সহকারি শিক্ষক অহেদুজ্জামান জিবলু আপত্তি করেন। পরে প্রধান শিক্ষক দুপুরের খাবার খেতে বসেন।
প্রত্যক্ষদর্শী দুইজন সহকারি শিক্ষক জানান, এ সময় ক্ষিপ্ত হয়ে সহকারি শিক্ষক অহেদুজ্জামান জিবলু চেয়ার নিয়ে প্রধান শিক্ষকের ওপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করেন। এতে প্রধান শিক্ষকের মাথা ফেটে যায়। পরে প্রধান শিক্ষককে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে হামলাসহ মারপিটের অভিযোগ অস্বীকার করে সহকারি শিক্ষক অহেদুজ্জামান জিবলু জানান, প্রধান শিক্ষকের সাথে তার কোন ঝগড়া হয়নি।
অপরদিকে ম্যানেজিং কমিটির সভাপতি পারভীনা খাতুন প্রধান শিক্ষকের ওপর হামলার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে ব্যবস্থা নিতে উপজেলা শিক্ষা অফিসারকে অবহিত করা হয়েছে। উপজেলা শিক্ষা অফিসার সেহেলী ফেরদৌস জানান, হামলার ঘটনায় প্রধান শিক্ষক রেজাউল হোসেন বাদি হয়ে গতকাল সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে তার বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিকে সহকারি শিক্ষা অফিসার জহির উদ্দিন, ড.তৌহিদুর রহমান নুরুন্নবী ও নাজমুল হাসানের সমন্বয়ে তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্তটিমের সদস্য ঢাকুরিয়া ক্লাষ্টারের দায়িত্বে থাকা সহকারি শিক্ষা অফিসার ড.তৌহিদুর রহমান নুরুন্নবী জানান, নিরপেক্ষ তদন্ত করে দু একের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে।

আপনার মূল্যবান মতামত দিন: