কুয়াদায় ক্যান্সারে আক্রান্ত সেলুন ব্যবসায়ীর মায়ের জন্য সাহায্যের আবেদন 

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ মার্চ ২০২২ ১৭:১৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ মার্চ ২০২২ ১৭:১৭

ছবি সমসাময়িক
শামিম হোসেন,কুয়াদা যশোর প্রতিনিধিঃ মরণব্যাধি ক্যান্সার অকালেই কেড়ে নিচ্ছে আমাদের  প্রিয়    মানুষগুলোকে। আমরা কেউ জানিই না যে নিজেকে কোন ক্যান্সারের বীজ বহন করে বেড়াচ্ছি নিজের শরীরে। যখন জানতে পারি তখন সেটা চলে যায় আমাদের নিয়ন্ত্রণের বাইরে। ঠিক তেমনই আমাদের একজন মা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।মণরিামপুর উপজেলার ভোজগাতী ইউনিয়নের দোনার গ্রামরে শ্রী রমজন কুমার দাসরে স্ত্রী  ও কুয়াদা বাজাররে সেলুন ব্যবসায়ী ব্যাস কুমার দাস তার  সুমিতা রাণী দাস (৫৫) মায়ের চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য প্রবাসী ও দেশের বিত্তবানদের প্রতি মানবিক সাহায্যের আবেদন করেছেন। ব্যাস কুমারের মা ৬ মাস  যাবত শারীরিক অসুস্থতায় ভুগছেন।মরণব্যাধি ক্যান্সারের আক্রমণে তিনি এখন বিনা চিকিৎসায় মৃত্যুর পথযাত্রী। খুলনা সোনাডাঙ্গা আমাদের  গ্রাম ক্যান্সার হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি ও  সরকারি হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে কিন্তু দিনে দিনে তার অবস্থা আরও অবনতি ঘটেছে সে এখন অর্থের অভাবে বিনা চিকিৎসায় নিজ বাড়িতে অসুস্থ অবস্থায় আছে । তাকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য অনতিবিলম্বে উন্নত চিকিৎসা করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। দীর্ঘদিন মায়ের চিকিৎসা চালিয়ে বর্তমানে আর্থিক সংকটে ব্যাস কুমারের পরিবার। ফলে তার মাকে উন্নত চিকিৎসা দিতে পুরোপুরি ব্যর্থ।একজন মা বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢোলে পড়বেন এটি খুব কষ্টকর। এই মায়ের পাশে দাঁড়ানোর জন্য সমাজের হৃদয়বান এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করছেন পরিবারটি সাহায্য পাঠানোর ঠিকানা :ব্যাস কুমার দাস,( ব্যক্তিগত) বিকাশ নম্বর-   ০১৮৮৪৯৪৪৬৯৭




আপনার মূল্যবান মতামত দিন: