
রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধিঃ বিএনপি কর্তৃক দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বেলা ১ টায় শহরের ভায়নার মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা যুবদলের নেতাকর্মিরা।
মিছিলটি সদর উপজেলা পরিষদের সামনে থেকে ঘুরে জেলা মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করে যুব নেতৃবৃন্দ।
এ সসময় মাগুরা জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি এডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, যুগ্ম সম্পাদকআমিরুল ইসলাম, জেলা ছাত্রদল সভাপতি আবদুর রহিমসহ প্রমূখ।
এছাড়াও সমাবেশে জেলা বিএনপি’র সদস্য সচিব আকতার হোসেন, বিএনপি নেতা হাসান ইমাম সুজা, কুতুবুদ্দিন, আলমগির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন উর্ধ্বগতির কথা তুলে ধরে বর্তমান সরকারের সমালোচনা করেন।

আপনার মূল্যবান মতামত দিন: