ছাত্রদল নেতা রিয়াদ নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ মার্চ ২০২২ ০৯:৫০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ মার্চ ২০২২ ০৯:৫০

ছবি সমসাময়িক
রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।। শালিখা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জান্নাতুল ফেরদৌস (রিয়াদ) গত ১৭-০২-২০২২ তারিখে ঢাকা থেকে বাড়ীতে আসার কথা বলে রওনা হয়। তখন থেকে সে নিখোঁজ,ওর ব্যক্তিগত মোবাইল নম্বর টিও বন্ধ পাওয়া যাচ্ছে। ছাত্রনেতা জান্নাতুল ফেরদৌস (রিয়াদ) এর পিতাঃ মোঃ হারুন মোল্যা এবং মাতাঃ শিরিনা খাতুন। সে মাগুরা জেলা শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের কাতলী গ্রামের সন্তান। ঢাকাস্থ কলেজ ছাত্রদল নেতা খাইরুল জানান, গত ১৭ ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সে ঢাকা থেকে মাগুরার উদ্দেশ্যে রওনা করে কিন্তু তারপর থেকে আজ পর্যন্ত মোবাইল ফোনটি বন্ধের পাশাপাশি কোন খোজখবর পাওয়া যাচ্ছে না, এ বিষয়ে রাজধানীর ভাটারা থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছে। রিয়াদ কে ফিরে পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন এই নেতা।


আপনার মূল্যবান মতামত দিন: