বেনাপোলে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ মার্চ ২০২২ ০৭:৫১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ মার্চ ২০২২ ০৭:৫১

ছবি সমসাময়িক
বিশেষ প্রতিনিধিঃ যশোরের বেনাপোল বাইপাস সড়কের পার্শ্বে নির্মানাধীন থানা ভবন এলাকায় একটি গাছ থেকে গলায় ফাঁস লাগানো আবস্থায় হান্নান মৃধা (৩৭) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। রবিবার( ১৩ই মার্চ ) সকালে স্থানীয়রা মৃতদেহটি গাছে ঝুলতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। তবে এ সংবাদ লেখা পর্যন্ত মৃত্যু রহস্য উদঘাটন হয়নি। মৃত হান্নান কুমিল্লার চাঁদপুর পৌর এলাকার বাসিন্দা আবুল হোসেনের পুত্র। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া সাংবাদিকদের জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের পকেটে প্রাপ্ত আইডি কার্ডের ঠিকানা অনুযায়ী তার নাম হান্নান মৃধা।মৃত্য রহস্য উদঘাটনের প্রশাসনের একাধিক টিম কাজ করছে।


আপনার মূল্যবান মতামত দিন: