মণিরামপুরে মটর সাইকেল এক্সসিডেন্টে ঘটনা স্থলে মৃত-২, গুরুতর আহত- ১

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ মার্চ ২০২২ ১৮:৫৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ মার্চ ২০২২ ১৮:৫৬

ছবি সমসাময়িক

মণিরামপুর প্রতিনিধি।। যশোরের মণিরামপুর উপজেলার খেদাপড়া ইউনিয়নের বদ্যনাথ ধাম মন্দিরে পাশে তেতুলিয়ার মোড়ে মটর সাইকেল এক্সসিডেন্টে ১১মার্চ আনুমানিক রাত ১০.৩০ মিনিটের সময়

 ঘটনা স্থলে মৃত্যু হয়েছে দুই জনের, গুরুতর আহত একজন। মৃত ব্যক্তিরা হলেন কিসমত ও  ইমরান। জানাযায় মণিরামপুরের পার্শ্ববর্তী উপজেলার বাকড়া ইউনিয়নের মাটশিয়াতে কিসমত ও  ইমরানের বাড়ি। সাথে থাকা আরোহী গুরুতর আহত অন্যজন মণিরামপুর উপজেলার ডুমুরখালী গ্রামের মোল্ল্যা পাড়ার ছেলে আসিফ। আহাত অবস্থায় আসিফ'কে দ্রুত হসপিটালে নিয়েছেন স্থানীয় জনসাধারণ। 


আপনার মূল্যবান মতামত দিন: