শ্রীপুরে আলোচিত রাজু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ মার্চ ২০২২ ০৪:৩৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ মার্চ ২০২২ ০৪:৩৫

ছবি সমসাময়িক
রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।। মগুরার শ্রীপুরে রাজু হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তখলপুর গ্রামে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। নিহত রাজুর পরিবার ও এলাকাবাসির উদ্যোগে মেধাবী ছাত্র রাজু হত্যার আসামীদের ফাঁসির দাবিতে শত শত গ্রামবাসি এ মানববন্ধনে অংশগ্রহণ করে। উল্লেখ্য গত ৭ মার্চ সোমবার সন্ধ্যায় প্রতিপক্ষের কুড়ালের আঘাতে তখলপুর গ্রামের আক্তার শেখের একমাত্র ছেলে ফরিদপুর সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র রাজু (২২) খুন হয়। গত ৮ মার্চ মঙ্গলবার নিহত রাজুর পিতা আক্তার শেখ বাদী হয়ে ৩৪ জনকে আসামি করে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এরই মধ্যে পুলিশ মামলার অন্যতম আসামি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমানসহ ০৪ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আসামী পক্ষের আইনজীবি আসামীদের জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন আবেদন নামঞ্জুর করে। পুলিশ হত্যা মামলার অন্যতম আসামী মসিয়ার রহমানের ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত জেল গেটে ২ দিন জিজ্ঞাসাবাদের নির্দেশ প্রদান করেন। নিহতের পিতা আক্তার শেখ কান্না বিজড়িত কন্ঠে বলেন, আমার ছেলেকে শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মসিয়ার রহমানের নির্দেশে দাউদ, ফারুক, বাশী বিশ্বাস, রাসেদ, খলিল, লাল্টুসহ যারা আমার সন্তানকে হত্যা করেছে আমি তাদের বিচার চাই। নিহত রাজুর চাচাতো বোন নিহার খাতুন বলেন, আমার ভাইকে যারা হত্যা করেছে আমরা তাদের ফাঁসি চাই।


আপনার মূল্যবান মতামত দিন: