
মোঃ ওয়াজেদ আলী।। যশোর সদর উপজেলা মনিরামপুর মহাসড়কে সতীঘাটা নতুন বাজারে সন্ধ্যায় যশোর - জ, ০৪ - ০০৬৫ নং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে উল্টে পড়ে যাত্রী বাহী বাসটি দুমড়ে মুচড়ে যায় এতে আনুমানিক ১০ জন যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর মনিরামপুর মহাসড়কে সতীঘাটা নতুন বাজারে এই দুর্ঘটনা ঘটে। জানাযায়, যশোর থেকে ছেড়ে আসা যশোর - জ ০৪- ০০৬৫ নং বাসটি যাত্রী বোঝাই করে চুকনগর উদ্দেশ্য রওনা হলে মনিরামপুর মহাসড়কে পথিমধ্যে সতীঘাটা নতুন বাজারের আসলে যাত্রী বোঝাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা নিচে উল্টে পড়লে বাসে থাকা আনুমানিক ১০ জন যাত্রীর আহত হয়েছে। আহতদের স্হানীয় সতীঘাটা নতুন বাজারের জনগণের সহায়তা বিভিন্ন ক্লিনিক ও যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়
। এই দুর্ঘটনার সংবাদ পেয়ে কোতয়ালী মডেল থানার এস আই হারুন ফোর্সসহ দুর্ঘটনার স্থান পরিদর্শন করেন এবং সংবাদ পেয়ে ২২৭ এর সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু ঘটনা স্থান পরিদর্শন করেন। তবে এই বাস দুর্ঘটনা মারাত্মক কোন জখম হয়নি বলে জানা যায়।

আপনার মূল্যবান মতামত দিন: