
সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃ- চট্টগ্রামের পটিয়া খানকায়ে হামেদিয়া শাহ্ মজিদিয়া রশিদিয়া হেফজখানা, এতিমখানা ও ফোরকানিয়া মাদ্রাসার ৫১তম বার্ষিক সভায় সম্পন্ন হয়েছে। (১০ মার্চ) বৃহস্পতিবার পটিয়া ওয়াপদার সড়কের খানকাহ প্রাঙ্গনে ঈদে মিলাদুন্নবী (স:) দিনব্যাপী মাহফিল অনুষ্ঠিত হয়। বাদে মাগরিব ২য় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভা মেয়র মো: আইয়ুব বাবুল। মাদ্রাসার উপদেষ্টা রফিকুল ইসলামের সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা মহিউদ্দিন মজিদী, মাওলানা আবু রাশেদ মু: মহিউদ্দিন ছিদ্দিকী, মাওলানা আব্দুল হক হক্কানী, ড. নুরুল আলম (কানাডা), মাওলানা শাহ্ আবদুল হালিম রশিদী, মাওলানা ইউসুফ বিন নুরী, ড. এনামুল হক, এসএম আনোয়ার হোসাইন, মৌলানা ক্বারী আব্দুস ছবুর, আব্দুল মাবুদ, রফিক আহমদ, জসিম উদ্দিন ছিদ্দিকী প্রমুখ।
প্রধান অতিথি’ মেয়র আইয়ুব বাবুল বলেন, বিশ্ব নবী হয়রত মুহাম্মদ (স.) ও আউলিয়া পাকের আদর্শ এবং পথ অনুসরণ করে সকলকে আদর্শিক জীবন গঠন করতে হবে। ইসলাম শান্তি’র ধর্ম। একটি শ্রেণী ইসলাম প্রচার নামে অপব্যাখা দিয়ে যাচ্ছে। তারা ইসলামের শত্রæ। ইসলামের প্রকৃত বানী যথাযথ ভাবে প্রচার করা গেলে সন্ত্রাস ও জঙ্গিবাদ দূর করা সম্ভব হবে।
বাদে আসর ১ম অধিবেশনে মাদ্রাসার সভাপতি গাজী আবদুল্লাহ ছাদেক এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী।

আপনার মূল্যবান মতামত দিন: