
ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা সয়াবিন তেলবাহী ট্রাক দূর্ঘটনার কবলে,সয়াবিন তেল এর সংকটের এই সময়ে ৬০ড্রাম তেল নষ্ট হওয়ার আশংকা।
আজ বৃহস্পতি বার সকাল আনুঃমানিক ৭:৩০মিনিটের দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দঁড়ি বাউশিয়া এলাকায় ঢাকাগামী লেনে(বগুড়া ট ১১-১২৬৮)ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে ১২০০০লিটার তেলসহ খাদে পড়ে যায়।স্থানীয়রা ট্রাকের অজ্ঞাত ড্রাইভার ও হেলপারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।এই মুহুর্তে দেশে সয়াবিন তেলের আকাশ ছোঁয়া দাম ও ব্যবসায়ীদের কৃত্রিম সংকটকালে এই ৬০ড্রাম তেল নষ্ট হওয়ার আশংকা করেছেন স্থানীয়রা।
এ বিষয়ে ভবেরচর হাই-ওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃশাহজালাল বাবুল বলেন,আমরা জেনেছি দঁড়ি বাউশিয়া ষ্টান্ডে ইউ-টার্নে দ্রুতগতিতে আসা লোকাল বাসকে বাঁচাতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়,ট্রাকটি উদ্ধারে কাজ চলছে।

আপনার মূল্যবান মতামত দিন: