গাজীপুরে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা ও বর্ণাঢ্য রর্যালি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ মার্চ ২০২২ ১১:০৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ মার্চ ২০২২ ১১:০৬

ছবি সমসাময়িক
মাহবুবুর রহমান জিলানী,গাজীপুর।। আন্তর্জাতিক নারী দিবসে শোভাযাত্রা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল গাজীপুর মহানগর শাখার নেতৃবৃন্দ। দিবসটি উপলক্ষে ৮ মার্চ বিকেলে মহানগর বিএনপির দলীয় কার্যালয় থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় মহিলা দলের -সভাপতি শিরিন চাকলাদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ডঃ মাজহারুল আলম, মহানগর সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা,, কেন্দ্রীয় কমিটির ত্রাণ বিষয়ক সম্পাদক আনোয়ারা বেগম, সাবেক কাউন্সিলর হাসিনা মমতাজ, সহ সভাপতি সুলতানা বেগম কনা, মহিলা কাউন্সিলর খন্দকার নুরুন্নাহার, খালেদা আক্তার রুপা, কোহিনুর বেগম, কুইন প্রমুখ বক্তব্য রাখেন।এসময় বক্তারা নারী দিবসের আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, সরকার নারীদের অধিকারের কথা মুখে বললেও বাস্তবে তার ভিন্ন চিত্র দেখা যায়। সারাদেশে নারী ও শিশু নির্যাতন বেড়েই চলেছে। অবিলম্বে নারীদের অধিকার ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।


আপনার মূল্যবান মতামত দিন: