কাঞ্চনায় যুবদলের সভায়- আনোয়ার ইসলাম মিয়া তারেক জিয়ার নেতৃত্বে সরকার পরিবর্তন হবে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ মার্চ ২০২২ ১৭:৪০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ মার্চ ২০২২ ১৭:৪০

ছবি সমসাময়িক
সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃ- বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর নির্দেশে তৃণমূল পর্যায়ে যুবদলকে সুসংগঠিত করার লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলাধীন সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়ন যুবদলের তথ্য সংগ্রহ ফরম সংগ্রহ ২০২২ ও কর্মী এক সভা ৪ মার্চ বিকেলে স্থানীয় কার্য়লয়ে সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান_অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি আনোয়ার ইসলাম মিয়া,প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ মুহাম্মদ আলম খান, এতে সভাপতিত্ব করেনডাক্তার আব্দুল হামিদ সাস্থ্য বিষয়ক সম্পাদক চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল।সভা পরিচালানা করেন নাছির উদ্দিন সাবেক সভাপতি সাতকানিয়া কাঞ্চনা ইউনিয়ন যুবদল।উক্ত অনুষ্ঠানে উপস্তিত ছিলেন সাতকানিয়া উপজেলা ও কাঞ্চনা ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ। প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি আনোয়ার ইসলাম মিয়া বলেন, চিরদিন ক্ষমতায় থাকার লোভে গণতন্ত্র থেকে শুরু করে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছে সরকার। তিনি আরোও বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র, একই সঙ্গে বাংলাদেশের সমৃদ্ধি- এই জিনিসগুলোকে সামনে নিয়ে জিয়াউর রহমান সাহেব রাজনীতি শুরু করেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই পতাকা তুলে নিয়ে গিয়েছিলেন এবং এখন সেই পতাকা তারেক রহমানের হাতে। তারেক রহমান সাহেব একজন ব্যক্তি নন। তিনি হচ্ছেন একটা রাজনীতির প্রতীক, তিনি হচ্ছেন একটি দর্শনের প্রতীক। আমরা বিশ্বাস করি শুধু নয়, আমরা এখন আস্থাশীল যে, অতি অল্প সময়ের মধ্যে তারেক রহমানের নেতৃত্বে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রত্যক্ষ-সক্রিয় অংশগ্রহনের মধ্য দিয়ে ইনশাল্লাহ আমরা এই দেশকে মুক্ত করতে সক্ষম হবো এবং সরকার পরিবর্তন হবে হবে আশাবাদী।


আপনার মূল্যবান মতামত দিন: