সতীঘাটা স্কুলে ৭ই মার্চের আলোচনা ও সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ মার্চ ২০২২ ১৪:৪২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ মার্চ ২০২২ ১৪:৪২

ছবি সমসাময়িক
কুয়াদা (যশোর) প্রতিনিধি।। সদরের সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও রামনগর ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার বিদ্যালয় হলরুমে প্রধান শিক্ষক জাকির হোসেনের সভাপতিতে¦ কোরআন তেলাওয়াত, গীতাপাঠ, কবিতা আবৃতি ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রামনগর ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ। প্রধান বক্তার বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সভাপতি আলতাপ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য রাশেদ হোসেন, সহকারী প্রধান শিক্ষক কামরুজ্জামান, শিক্ষক বঙ্কিম রাহা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন,সিনিয়র শিক্ষক রামকৃষ্ণ রায়। কোরআন তেলাওয়াত ফরহাদ সওদাগর, গীতা থেকে পাঠ সেজুতি বিশ্বাস, কবিতায় দিপায়ন মন্ডল, ফতেমাতুন জোহরা, স্মিথা মাহবুব ওশান অংশ নেয়।


আপনার মূল্যবান মতামত দিন: