টঙ্গীতে ডাকাতির প্রস্তুতি সময় তিন জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ মার্চ ২০২২ ০৬:০৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ মার্চ ২০২২ ০৬:০৩

ছবি সমসাময়িক
মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর ।।  গাজীপুরের টঙ্গীতে ডাকাতির প্রস্তুতি সময় তিন জন ডাকাত ও ছিনতাইকারীকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানার পুলিশ। গতকাল শনিবার রাতে আউচপাড়া মোক্তার বাড়ি চার রাস্তার মোড় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন,ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার কালিহারী গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আজিজুল হাকিম (২৭), ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বিশাকা কাশিগঞ্জ বাজারে মৃত মো শাহজাহানের ছেলে মোঃ সাগর (৩২),ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার কামারিয়া কোদালিয়া গ্রামের মুজিবুর মিয়ার ছেলে মোঃ মাসুদ(২৫)। তাদের কাছ থেকে ২ টি ধারালো ছোড়া ও ১ টি দা উদ্ধার করা হয়। এ সময় টঙ্গী পশ্চিম থানার এসআই এস.এম মেহেদী হাসান জানান,সফিউদ্দিন রােডের মাথায় অবস্থানকালে গােপন সংবাদের ভিত্তিতে আউচপাড়া মােক্তাবাড়ী চার রাস্তার মােড়ের উপর কতিপয় দুষ্কৃতিকারী ধারালাে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া ডাকাতির জন্য সমাবেত হইয়া ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো শাহ আলম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: