টঙ্গীতে জুয়া খেলার আসর থেকে ১০ জুয়ারী আটক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ মার্চ ২০২২ ১২:০৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ মার্চ ২০২২ ১২:০৫

ছবি সমসাময়িক
মাহবুবুর রহমান জিলানী, টঙ্গী গাজীপুর।। টঙ্গীতে জুয়া খেলার আসর থেকে ১০ জন জুয়ারীকে নগদ টাকাসহ আটক করা হয়েছে।গতকাল শনিবার রাতে টঙ্গী পশ্চিম থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করেন।এ সময় টঙ্গী পশ্চিম থানার এএসআই মো মানিক মিয়া আমাদের কন্ঠকে জানান, এসআই শুভ মন্ডল ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে টঙ্গীর মিলগেট নামার বাজার বস্তি আনোয়ার হোসেন এলুর মার্কেটের গোডাউনের ভিতর ১০ জন জুয়ারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন,আনোয়ার হোসেন এলু (৫০),বাচ্চু মিয়া (৫২),আমান (৪৭),মো জুয়েল (৩৫),রফিকুল ইসলাম (৪৫),মো খায়রুল আলম বাবুল (৫০), মহসিন (২৬),ইয়াছিন আরাফাত (১৮),স্বপন আলী (৪০),মজিবুর রহমান (৪৫)। এদের কাছ থেকে ২ প্যাকেট তাস, নগদ অর্থ ২১৯০০ টাকা, ৯ টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো শাহ আলম বলেন,তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হবে।


আপনার মূল্যবান মতামত দিন: