মহিলা ভাইস চেয়ারম্যান বেবি নাজনীন মহাম্মাদপুর আ'লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মনোনীত হলেন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ মার্চ ২০২২ ১৮:৪৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ মার্চ ২০২২ ১৮:৪৯

ছবি সমসাময়িক
রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধিঃ মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মহম্মদপুর উপজেলার যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক , মোহাম্মদপুর আমিনুর রহমান ডিগ্রী কলেজ ছাত্রলীগের সফল ত্যাগী নেত্রী ,মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ড সংসদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (কেন্দ্রীয়)ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবি নাজনীন উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মনোনীত হয়েছেন। তিনি মহম্মদপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর সাংগঠনিক সম্পাদক ও ঐতিহ্যবাহী ঝামা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি, সাবেক ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদের কনিষ্ঠ কন্যা। মাগুরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ ও সাধারন সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু স্বাক্ষরিত ৭৩ সদস্য বিশিষ্ঠ এই কমিটি বৃহস্পতিবার দুপুরে প্রকাশ করা হয়। মোছাঃ বেবি নাজনীন মহিলা বিষয়ক সম্পাদিকা মনোনীত হওয়ায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। এ ব্যাপারে মোছাঃ বেবি নাজনীন বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ ধারণ ও কর্মীদের যথাযথ মূল্যায়ন করে সোনার বাংলা গড়তে সবাইকে একযোগে কাজ করতে সঠিকভাবে দ্বায়িত্ব পালনে সচেষ্ট থাকবো। উল্লেখ্য ২০১৯ সালের ১১ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রতক্ষ ভোটে অ্যাডভোকেট আব্দুল মান্নান সভাপতি এবং মোস্তফা কামাল সিদ্দিকী লিটন সাধারন সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনের দুই বছর পর আওয়ামীলীগের এই কমিটি পূর্নাঙ্গ করা হয়। মাগুরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ ও সাধারন সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু কমিটি অনুমোদন ও প্রকাশের বিষয়টি স্বীকার করেছেন।


আপনার মূল্যবান মতামত দিন: