দক্ষিণ চট্টগ্রামে যুবদলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি- আনোয়ার ইসলাম মিয়া

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ মার্চ ২০২২ ১৭:১৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ মার্চ ২০২২ ১৭:১৩

ছবি সমসাময়িক
সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃ- চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। দলের গতি ফেরাতে নানান কর্মসূচি গ্রহণ করেছে। দলের ঝিমিয়ে পড়া নেতা কর্মীদের সাংগঠনিক কর্মসূচি অংশ নিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি আনোয়ার ইসলাম মিয়া। গত এক সপ্তাহে আনোয়ারা, কর্ণফুলী, বোয়ালখালী, চন্দনাইশ, সাতকানিয়া, তথ্য সংগ্রহ, দলের সদস্য সংগ্রহ সহ একাধিক সভা সমাবেশ মিটিং মিছিল করে।এর ধারাবাহিকতা তিনি ৪ মার্চ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর নির্দেশে তৃণমূল পর্যায়ে যুবদলকে সুসংগঠিত করার লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলাধীন সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়ন যুবদলের তথ্য সংগ্রহ ফরম সংগ্রহ ২০২২ ও কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি আনোয়ার ইসলাম মিয়া,প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ আলম খান। এতে সভাপতিত্ব করেন সেলিম বাংলা সহ-সভাপতি সাতকানিয়া চরতী ইউনিয়ন যুবদল, এতে সভা পরিচালনা করেন, মীম নাছির সহ-সভাপতি সাতকানিয়া চরতী ইউনিয়ন যুবদল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা ও ১নং চরতী ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ। চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি আনোয়ার ইসলাম মিয়া সকলকে ঐক্যবদ্ধ হয়ে দলের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি করার আহবান জানান।


আপনার মূল্যবান মতামত দিন: