এপেক্স ক্লাব অব পটিয়ার ডিনার মিটিং ও সার্ভিস আয়োজন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ মার্চ ২০২২ ১৬:৫৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ মার্চ ২০২২ ১৬:৫৯

ছবি সমসাময়িক
সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতা।।এপেক্স ক্লাব অব পটিয়ার আয়োজনে আজ ৫ মার্চ শনিবার দুপুরে ৩য় ডিনার মিটিং ও পটিয়া পৌরসভার গাউছিয়া সোবহানীয়া মাদ্রাসার এতিমখানার ছাত্রদের নিয়ে দুপুরের খাবারের আয়োজন করা হয়।ডিনার মিটিং সংগঠনের সিনিয়র সহ সভাপতি এপে. আলমগীর আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এপে.লিয়াকত আলীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের আন্তর্জাতিক ফেলোশীপ ডাইরেক্টর NIRD এপে.এস এম হাসান আলী পিএসডি,প্রধান বক্তা ছিলেন এপেক্স চট্টগ্রাম ৩ এর গর্ভেনর এপে. কামাল পাশা,বিশেষ অতিথি ছিলেন এপেক্স ক্লাব বাংলাদেশের আজীবন সদস্য এপে. হাবিবুর রহমান। বক্তব্য রাখেন পটিয়া প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক দৈনিক জনতা'র সাংবাদিক সেলিম চৌধুরী, সাংবাদিক গোলাম কাদের, এপেক্স ক্লাব অব পটিয়ার এপে. মোরশেদুর রেজা সবুজ, আবদুল্লাহ ফারুক রবি, মোরশেদুল আলম, ডাঃ সন্জয় সেন,আবদুর রহিম,ফারুক আহমেদ রাজু,মোঃ আজাদ,শহীদুল ইসলাম,এমরান হোসেন প্রমুখ। এতে বক্তারা সামাজিক ও মানবিক কাজে এপেক্স ক্লাব পটিয়ার কর্মকান্ডের প্রশংসা করেন এবং আগামীতে আরও সুন্দর আয়োজনে সকলকে একসাথে কাজ করার আহবান জানান। পরে শতাদিক এতিম ছাত্রদের সাথে নিয়ে দুপুরের খাবারে অংশগ্রহণ করেন সংগঠনের সকল সদস্যবৃন্দ।


আপনার মূল্যবান মতামত দিন: