
ওসমান গনি, গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা
দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা বি,এন,পি।
আজ শনিবার সকাল ১১ঘটিকায় উপজেলার ভবেরচর বাজারস্থ সাবেক চেয়ারম্যান রুহুল আমিন শিকদারের বাড়ীর সামনে উপজেলা বি,এন,পি'র উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসহাক আলী'র সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা ও যুবনেতা আ,ক,ম মোজাম্মেল হক অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃরফিকুল ইসলাম(ভিপি মাসুম),উপজেলা বি,এন,পি'র ১নংযুগ্ম সম্পাদক ইঞ্জিঃমুকবুল হোসেন রতন,সাংগঠনিক সম্পাদক হাজী মোঃমফিজুল ইসলাম(রনি মাষ্টার),উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃসাইদুর রহমান, খন্দকার জালাল উদ্দীন রিমু,দেওয়ান হারুন অর রশিদ,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সফিকুল ইসলাম,ছাত্রনেতা নাজির শিকদার,মাহাদী ইসলাম বাবুসহ উপজেলা বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা আসন্ন রমজানে তেল-গ্যাস-বিদ্যুৎ-পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখার দাবি জানান।

আপনার মূল্যবান মতামত দিন: