
মোঃ তহিদুল ইসলাম।। সারাদেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে মনিরামপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
দলীয় কার্যালয়ে বিকাল ৩টায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব শহীদ মোঃ ইকবাল হোসেন।বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন মনিরামপুর পৌর বিএনপির আহ্বায়ক জনাব মোঃ খাইরুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন,সাবেক কাউন্সিলর মোঃমফিজুর রহমান,বিএনপি নেতা আব্দুল হাই,জামসেদ আলী,এডঃমকবুল হোসেন,মুক্তিযোদ্ধা খান আখতার আলী,খান মোঃ শফিয়ার রহমান,বাবু সন্তোস্বর,আজিবর রহমান।
যুবদল নেতা,মোঃ মোক্তার হোসেন,আব্বাস উদ্দীন,মোঃআয়ুব আলী,মোঃ ফারুক হোসেন,মাসুদ পারভেজ রুবেল,কাজী ইমারান প্রমূখ।
ছাত্রনেতা মোঃঅলিয়ার রহমান,কামরুজ্জামান,মোঃইমরান হোসেন,এনামুল কাদের,জেলা ছাত্রনেতা মোঃলাভলু হোসেন,মোঃ জাকারিয়া।
তারেক জিয়া পরিষদের মোঃআজিবর রহমান,খালিদ হাসান,এস এম তাজাম্মুল, মোঃ হাসিব সহ বিএনপির অংগসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব শহীদ মোঃ ইকবাল হোসেন বলেন,কেন্দ্রীয় কর্মসূচী হিসাবে আজ এই বিক্ষোভ সমাবেশ।নিত্যপ্রয়োজনীও পন্যের লাগামহীন দাম নিয়োত্রন করতে হলে সবাই মিলে রাস্তায় নেমে আসতে হবে।

আপনার মূল্যবান মতামত দিন: