পটিয়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলে গ্রাহক হয়রানির অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ মার্চ ২০২২ ০৩:২৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ মার্চ ২০২২ ০৩:২৪

ছবি সমসাময়িক
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ- বিদ্যুৎ বিতরণ বিভাগ পটিয়া অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিপাকে পড়েছে গ্রাহক। একাধিক ভুক্তভোগীরা জানান, পটিয়া বিদ্যুৎ বিভাগের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে হয়রানি হচ্ছে বিদ্যুৎ শতশত গ্রাহক। প্রতিদিন বিদ্যুৎ বিতরণ বিভাগ বিউবো পটিয়া অফিসে ভুক্তভোগীরা নির্বাহী প্রকৌশলীর বরাবরে লিখিত অভিযোগ দিচ্ছেন। অভিযোগকারী পটিয়া উপজেলা কচুয়াই ইউনিয়নে কথা কচুয়াই গ্রামের মৃত নুরুল হকে ছেলে আবদুল আলম ফকির অভিযোগ করে বলেন, তার মিটার নং২১৪১১২০৭,কর্নজুমার নং ৮৩৫০০৪৩৩, তার গ্রিল দোকানে ব্যাবসার জন্য প্রথমে ৫কিঃ ওয়ার্ট মিটার দিয়ে কাজ শুরু করেন। পরে তার ব্যাবসার প্রয়োজনে ১০কিঃ ওয়ার্ট মিটার সংযোজন করেন। কিন্তু ৫কিঃ ওয়ার্ট মিটারে ১৮৭০ ইউনিটের বিদ্যুৎ বিল প্রদান করিলে উক্ত বিদ্যুৎ বিলে ৭০০ ইউনিটের অতিরিক্ত বিদ্যুৎ বিদ্যুৎ প্রাপ্য হয় গ্রাহক আলম। উক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে বিদ্যুৎ অফিসের জনৈক মনসুর সাথে কথা বললে সে ইন্জিনিয়ার সরোয়ার সাহেব এর সাথে আলাপ করে পরর্বতীতে নতুন মিটার থেকে উক্ত অতিরিক্ত বিদ্যুৎ বিল কর্তন করার আশ্বাস দেন । আবদুল আলম ফকির দাবি করেন নতুন ১০ কিঃ ওয়ার্ট মিটারে পুর্বের ৫কিঃ ওয়ার্ট মিটারের বিদ্যুৎতে অতিরিক্ত বিদ্যুৎ বিল ৬০ হাজার টাকার প্রদান করেন।এর মধ্যে দুই কিস্তিতে ২০ হাজার টাকা পরিশোধ করলেও দোকানটি গত ০২/০২/২০১৯ সালে সড়ক ও জননপথ বিভাগ রাস্তার বর্ধিত করণের কাজ করলে দোকানটি ভেঙে ফেলে। এতে দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় । এর পরেও বিদ্যুৎ অফিসের লোকজন বিষয়টি না দেখে ২০১৯ সালে ফেব্রুয়ারী থেকে আজ অবধি পুরানো মিটারে বিদ্যুৎ বিল দিয়ে যাচ্ছে।ফলে বিদ্যুৎ গ্রাহ আলম পড়েছে পড়েছে বিপাকে । একদিকে তার ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ অন্যদিকে অতিরিক্ত বিদ্যুৎ বিলে তিনি হচ্ছে হয়রানি। মিটারে সংযোগ বিচ্ছিন্ন থাকার পরেও বিদ্যুৎ অফিসে সংশ্লিষ্ট কতৃপক্ষ দায়িত্ব অবহেলা এবং পরস্পর যোগসাজশে অতিরিক্ত টাকা আদায়ে গ্রাহক হয়রানি হচ্ছে এমন দাবি জানিয়ে নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ বিভাগ বিউবো পটিয়া বরাবরে লিখিত অভিযোগ দিয়ে প্রতিকার প্রার্থনা করেন। এছাড়াও আলম ফকির দাবি করেন তার মতন শতশত বিদ্যুৎ গ্রাহক হয়রানি শিকার হচ্ছে। এব্যাপারে বিদ্যুৎ বিভাগ বিউবো পটিয়া নির্বাহী প্রকৌশলী মোঃ ইসমাইল জানান, গ্রাহক আবদুল আলম একটি অভিযোগ করেছে সংবাদ কর্মীদের মাধ্যমে জানতে পেরেছি বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে তিনি পটিয়া বিউবো অফিসে যোগদানের পর থেকে গ্রাহক হয়রানি বন্ধ হয়েছে বলে জানান।


আপনার মূল্যবান মতামত দিন: