বাংলাদেশ কংগ্রেসের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ মার্চ ২০২২ ১৮:০৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ মার্চ ২০২২ ১৮:০৯

ছবি সমসাময়িক
রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধিঃ "কংগ্রেস এর মূলনীতি, সুস্থ ধারার রাজনীতি" এই প্রতিপাদ্য সামনে রেখে মাগুরার শ্রীপুরে বাংলাদেশ কংগ্রেস এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বাংলাদেশ কংগ্রেস শ্রীপুর উপজেলা শাখার দলীয় কার্যালয়ে শুক্রবার (০৪-মার্চ) সকালে আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বাংলাদেশ কংগ্রেস শ্রীপুর উপজেলা শাখার আহ্বায়ক মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ সেলিমুজ্জামানের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্র কংগ্রেসের আহ্বায়ক কাজল ইসলাম, শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের সভাপতি নাসিম মন্ডল, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, প্রচার সম্পাদক শ্যামল কুমার বিশ্বাস, শ্রীকোল ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন মুন্সী প্রমুখ। বাংলাদেশ কংগ্রেস এর চেয়ারম্যান এ্যাড. কাজী রেজাউল হোসেন ও মহাসচিব এ্যাড. মোঃ ইয়ারুল ইসলামের প্রতি সম্মান জানিয়ে অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভা হয় এবং শেষে দোয়া মাহফিল ও কেক কাটা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ কংগ্রেস অচিরেই একটি সুসংগঠিত রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে এবং বাংলাদেশে গণতান্ত্রিক অগ্রযাত্রায় ভূমিকা রাখবে।বাংলাদেশ কংগ্রেস শ্রীপুর উপজেলা শাখার আহ্বায়ক মোঃ আসাদুজ্জামান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ কংগ্রেস ৩০০আসনে প্রার্থী দিবেন। এবং বাংলাদেশ কংগ্রেস এর চেয়ারম্যান এ্যাড. কাজী রেজাউল হোসেন মাগুরা-১ আসনে এমপি নির্বাচনে প্রার্থীতা করবেন বলে জানান।


আপনার মূল্যবান মতামত দিন: