
রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।। মাগুরা জেলা তথ্য অফিস কর্তৃক আজ বিকালে মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ আশাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুচিয়ামোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম টিপু ও সংরক্ষিত মহিলা মেম্বার মোছাঃ শেফালী বেগম। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন সেক্টরের উন্নয়ন, সাফল্য, অর্জন, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, বাল্যবিবাহ রোধ, নারী নির্যাতন প্রতিরোধ ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। অনুষ্ঠানে শতাধিক নারী উপস্থিত ছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন: