পটিয়ায় পৌর সদরে ভয়াবহ অগ্নি কান্ডে ৬ বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ মার্চ ২০২২ ১৮:৩৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ মার্চ ২০২২ ১৮:৩৪

ছবি সমসাময়িক
সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃ-চট্টগ্রামে পটিয়ায় পৌর সদরে ভয়াবহ অগ্নিকান্ডে ৬ বসতঘর পুড়ে ছাই হয়েছে। ২ মার্চ বুধবার বিকেলে পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের ছদু তালুকদার বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটে। খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি টিম দ্রত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস টিম অগ্নিকান্ডের ঘটনাস্থল আসার আগে ৬টি বসতঘর পুড়ে যায়। পুড়ে যায় নুরুল, আলম, নুরুল হক,বদিউল আলম, মোঃ আবু,মোঃ ইছাক,মোঃ ইউসুফ, মোঃ হারুনের বসতঘর ।এদিকে অগ্নিদূর্ঘটনায় বুধবার সন্ধ্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে পটিয়া পৌরসভার পক্ষ থেকে চাউল, ডাল, আলু, পেয়াজ, হাড়ি-পাতিল, শাড়ী, লুঙ্গি ও কম্বল বিতরণ করেন পৌরসভার মেয়র আইয়ুব বাবুল। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর ইঞ্জিনিয়ার রূপক কুমার সেন, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জসিম উদ্দিন, মহিলা কাউন্সিলর ইয়াছমিন আকতার, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আমির খসরু, আ’লীগ নেতা মো: সওয়ার আলম প্রমূখ। স্থানীয় বাসিন্দা ব্যাবসায়ী রাসেল তালুকদার জানান, নুরুল হকের রান্না ঘরের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ৬টি বসতঘর আগুনে পুড়ে যায়। এ বিষয়ে পটিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সাইদুল ইসলাম জানান, অগ্নিদূর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রত ঘটনাস্থলে গিয়ে আধা ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুন বসতঘর পুড়ে যাওয়ায় আনুমানিক ৪/৫ লক্ষ টাকা ক্ষতিসাধন হতে পারে বলে এলাকার লোকজনের ধারণা। তবে পটিয়া ফায়ার সার্ভিসের টিম দ্রত ঘটনাস্থলে ছুটে আসায় আরোও অনেক বসতঘর অগ্নিদুর্ঘটনা থেকে রক্ষা পায় বলে এলাকার লোকজন জানান।


আপনার মূল্যবান মতামত দিন: