খুলনায় ডিবি পুলিশের অভিযানে মোটর সাইকেল চোরাই চক্রের ০৪ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ মার্চ ২০২২ ১৩:২৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ মার্চ ২০২২ ১৩:২৭

ছবি সমসাময়িক

ছবি সমসাময়িক

মোঃ মানছুর রহমান (জাহিদ)।। খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই তাপস কুমার দত্ত সংগীয় অফিসার ও ফোর্সসহ দিঘলিয়া থানা এলাকায় মাদকদ্রব্য ও বিবিধ উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে ১লা মার্চ দুপুর সোয়া ১২টার দিকে জেলার দিঘলিয়া থানাধীন সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল স্টার জুট মিলের সামনে হতে আসামী ১। সাগর শেখ(১৯), পিতা- ইউনুচ শেখ, মাতা-বীনা বেগম, ২। শেখ সোহেল রানা(৩২), পিতা- মিজানুর রহমান, মাতা-জয়গুন্নেছা, উভয় সাং- মন্ডলগাতী, থানা তেরখাদা, জেলা-খুলনাদের গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক তাদের হেফাজত হতে ১টি Generic Double Disc চোরাই মোটরসাইকেল ও ১টি মোটরসাইকেলের লক খোলার মাস্টার চাবি উদ্ধার করা হয়।পরবর্তীতে উক্ত আসামীদের তথ্যমতে তেরখাদা থানাধীন হাড়িখালী গ্রামস্থ জনৈক শাহাবুর এর সিএনজি পার্সের দোকানের সামনে হতে আসামী ৩। জসিম শেখ(২৯), পিতা- মৃত কবির শেখ, মাতা- সোনা বড়ু, সাং- মন্ডলগাতী, ৪। আব্দুল কাদের (২৯), পিতা- মৃত হালিম মোল্যা, মাতা- জাহানারা বেগম, সাং- বিজয়নগর, সর্ব থানা তেরখাদা, জেলা-খুলনাদ্বয়কে আটক করা হয়। আটক পূর্বক তাদের হেফাজত হতে ০১ টি APACHE RTR 160 সিসি 4V Double Disc চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় আটক আসামিদের বিরুদ্ধে দিঘলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।যার নং-০৩, তারিখ-০১/০৩/২০২২ ইং, ধারা- ৩৭৯/৪১১ পেনাল কোড। উল্লেখ্য যে, ধৃত আসামীরা পেশাদার চোরাই চক্রের সক্রিয় সদস্য। আসামীদের নামে চুরি মামলাসহ মাদক আইনে ইতিপূর্বে আরোও মামলা রয়েছে।


undefined

আপনার মূল্যবান মতামত দিন: