মণিরামপুর প্রেসক্লাবের সম্পাদকের মা'য়ের ইন্তেকাল- এস এম ইয়াকুব আলীর শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ মার্চ ২০২২ ১৮:৪১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ মার্চ ২০২২ ১৮:৪১

ছবি সমসাময়িক
বিশেষ প্রতিনিধি।। যশোরের মণিরামপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও যুগান্তর পত্রিকার স্থানীয় উপজেলা প্রতিনিধি এবং সমাজের কথা পত্রিকার নিজস্ব প্রতিবেদক মোতাহার হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক প্রয়াত গোলাম মোস্তফার মা শতবর্ষি গোলজান বিবি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভূগে মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় পৌরশহরের মোহনপুরে নিজ বাড়িতে ইন্তিকাল করেন। (ইন্না লিল্লাহে …… রাজেউন)। রাত সাড়ে ৮টার দিকে মনিরামপুর ফাজিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে চার ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার ছোট ছেলে সাংবাদিক মোতাহার হোসেন জানান, তার মা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভূগছিলেন। ডাক্তারের পরামর্শে নিজ বাড়িতে রেখে চিকিৎসা চলছিল। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে তিনি ইন্তিকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল একশত বছর। গোলজান বিবি পৌরশহরের মোহনপুর এলাকার মৃত আসমতুল্লাহ খালাসির স্ত্রী। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য যশোর সিটি প্লাজা চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা দানবীর এস এম ইয়াকুব আলী।


আপনার মূল্যবান মতামত দিন: