মণিরামপুরে মাছের ঘেরে মিলল কৃষকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ মার্চ ২০২২ ১০:০৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ মার্চ ২০২২ ১০:০৬

ছবি সমসাময়িক
মণিরামপুর (যশোর) প্রতিনিধি।। যশোরের মনিরামপুরে মাছের ঘের থেকে ভোলা নাথ বিশ্বাস (৬৬) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার হয়েছে। কৃষকের মাজায় ও পায়ে দড়ি বাধা ছিল। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ মরদেহ উদ্ধার হয়। নেহালপুর ইউনিয়নের পাঁচাকড়ি গ্রামের নিজ ঘের থেকে উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। তবে, কি কারনে এ ঘটনা তা জানা যায়নি। মৃতের ছেলে পরিমল জানান, তার বাবা সোমবার ভোরে মাছের ঘেরে যান। ঘেরটি বাড়ির পাশেই অবস্থিত। এরপর আর বাড়ি ফেরেনি। ঘেরে খোজার পর না পেলে পরদিন মঙ্গলবার দড়ি দিয়ে মাছের ঘেরে খোজা হয়। এদিন দুপুর সাড়ে ১২ টার দিকে মাজায় ও পায়ে দড়ি বাধা অবস্থায় উদ্ধার হয়। ছেলের দাবি, তার বাবা ব্যবসায় মন্দা যাওযায় কিছুদিন ধরে হতাশায় ছিলেন।এ কারনে তার বাবা আত্মহত্যা করতে পারে। স্থানীয় ফাড়ি ইনচার্জ আতিকুজ্জামান জানান, এটি আত্মহত্যা কিনা তা এখনি বলা যাচ্ছে না। ময়না তদন্তের পর পরিস্কার হবে।


আপনার মূল্যবান মতামত দিন: