মহাম্মাদপুর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান ব্যবসায়ীরা, সহযোগিতা করার কেও নেই

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ মার্চ ২০২২ ০৬:৪৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ মার্চ ২০২২ ০৬:৪৫

ছবি সমসাময়িক
রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুর উপজেলার ধোয়াইল বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়রা সংবাদ মাধ্যমকে জানান, গত রবিবার সন্ধ্যায় পর এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট এর মাধ্যমে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানা যায়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান ব্যবসায়ী ও স্থানীয়রা বলেন, ঈশার আযান পর অনেকেই নামাযের জন্য যাচ্ছিলেন হঠাৎ ঘর থেকে আগুনের শিখা দেখে ফায়ার সার্ভিসকে ফোন করে নিজেরাই প্রাথমিক ভাবে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন। এর পর মহম্মদপুর ফায়ার সার্ভিস টিম এসে প্রায় ২ ঘন্টার মত চেষ্টা চালিয়ে অবশেষে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হোন। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ সেনেটারী দোকানের মালিক মোঃ তারিকুল ইসলাম তারেক বলেন, আমি সেনেটারীর সমস্ত প্রকার পণ্য বিক্রি করে থাকি, আমার দোকানে সকল পণ্য রাখার মত জায়গা না থাকায় দোকানের সাথেই পিছনে একটি ঘর কে গোডাউন বানিয়ে সেখানে সকল প্রকার পণ্য রাখা হয় এবং একই সাথে তুলার ব্যবসাও করতাম পর্যাপ্ত তুলাও গোডাউনে রাখা ছিল। ঘর থেকে কোনো কিছুই বের করতে পারি নাই এক মুহুর্তেই সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এই ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ১২ লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে। এখানের জায়গাও ঘরের মালিক ড.আয়ুব আলী সরদার, তার কাছ থেকে ভাড়া নিয়ে আমি ব্যবসা করে আসছিলাম। হঠাৎ এত বড় ক্ষতি আমি মেনে নিতে পারছি না আমি অনেক টা ভেঙ্গে পড়েছি। বর্তমানে বাজার কমিটি হিসাবে আছেন সভাপতি মোঃ চুন্নু খাঁন, সাধারন সম্পাদক মোঃ লেলিন সরদার তারা সবাই এসে দেখে গেছে কিন্তু এখন পর্যন্ত কেউ কোনো সহযোগীতা করেনি এবং সহযোগিতা করার আশ্বাসও দেয়নি। এ ব্যাপারে ফায়ার সার্ভিস কর্মিরা সংবাদকর্মীদের জানান, আমরা খবর পেয়েই ঘটনা স্থলে যায় এবং অনেক্ষণ চেষ্টা করে নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই, ওখানে বেশ কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: