
নিজস্ব প্রতিবেদক।। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মণিরামপুর উপজেলা প্রশাসন আয়োজিত কুইজ প্রতিযোগিতায় তৃতীয় শ্রেণির ছাত্রী সাংবাদিক কন্যা সুরাইয়া ইয়াসমিন ২য় স্থান লাভ করেছে। সে উপজেলার কামিনীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও ডাঙ্গামহিষদিয়া গ্রামের আবু সাঈদের মেয়ে।
সোমবার উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার তৌহিদুজ্জামান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সেহেলী ফেরদৌস, রফিকুল ইসলাম, বাবলুর রহমান, দেব্রত কুমার, কামিনীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুবিনা খাতুন প্রমুখ। এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে মণিরামপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র স্বপ্নীল মল্লিক ও ৩য় স্থান অধিকার করেছে এড়েন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র আল সাবিত।
দ্বিতীয় স্থান অধিকারী সুরাইয়া ইয়াসমিন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র জাতীয় পরিষদ সদস্য, দৈনিক কল্যাণ ও দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার জেমস রহিম রানা’র পালিত কন্যা। তার এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছে বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা ও জাতীয় পরিষদের সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরসহ নেতৃবৃন্দ।


আপনার মূল্যবান মতামত দিন: