পটিয়ার জিরিতে সরকারি খাস জায়গা দখল করা নিয়ে দু’পক্ষ মরিয়া, সংঘর্ষের আশংকা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২২ ০৭:০৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২২ ০৭:০৪

ছবি সমসাময়িক
  সেলিম চৌধুরী,পটিয়া প্রতিনিধি।।চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নে সরকারি খাস জায়গা দখল নিয়ে দু’পক্ষে’র মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্ত্তে উক্ত জায়গা দখল- বেদখল নিয়ে রক্ষক্ষয়ী সংর্ঘষে’র আশংকা করছে স্থানীয়রা। এ নিয়ে বেশকয়েকবার দু’পক্ষে’র মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সংক্রান্ত বিষয়ে জিরি এলাকার মো: ইউসুফের পুত্র জামাল উদ্দিন বাদী হয়ে প্রতিপক্ষ জনৈক মালেক চেয়ারম্যানের পুত্র হাজী আইয়ুব, এসএম বশির উল্লাহসহ কয়েক জনের বিরুদ্ধে পটিয়া থানা, উপজেলা নিবার্হী কর্মকর্তা নিকট পৃথক দুইটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানাযায়, দীর্ঘদিন যাবত ছৈয়দ উল্লাহর ওয়ারিশগন সরকারি খাস জায়গা পরিমান ২৩ শতক জমিতে ভোগ দখল ও চাষাবাদ করে আসছিল। বিএস জরিপে ১নং খতিয়ানে ৪৯৭৬ দাগে ২৩ শতক ভূমি সরকারের অধীনে জরিপ চূড়ান্ত প্রচার আছে। এ জরিপের বিরুদ্ধে ছৈয়দ উল্লাহগনং পটিয়া আদালতে মামলা নং-৭৩/২১ চলমান। উক্ত জায়গাটি দখলের নিতে প্রতিপক্ষ বিবাদীগন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে জোরপূর্বক দখল করার চেষ্টা চালায়। গত ১৩ ফেব্রুয়ারী পুনরায় দখলের চেষ্টা করলে পটিয়া থানায় বাদী’র অভিযোগের পেক্ষিতে এস আই এরশাদ বিষয়টি তদন্ত করেন এবং উভয়পক্ষকে কাগজ পত্র নিয়ে থানায় হাজির হওয়ার নির্দেশ দেন। এতে বিবাদীগন তা না মেনে গত ২৪ ফেব্রুয়ারী ২০/২৫ জন লোক নিয়ে আবার দখল করতে গেলে বাদী উপজেলা নিবার্হী কর্মকর্তাকে অবহিত করলে তিনি চাপড়া ভূমি কর্মকর্তাকে ঘটনাস্থলে প্রেরন করলে উক্ত স্থানে ঘর নির্মাণ কাজ বন্ধ করে দেন। এ বিষয়ে ভুক্তভোগী জামাল উদ্দিন জানান, দীর্ঘদিন আমাদের ভোগ দখলীয় জায়গা দখল করতে ব্যার্থ হয়ে বিবাদীগন আমার স্বপরিবারকে হত্যার হুমকি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছে। এ ব্যাপারে তিনি প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষে’র হস্তক্ষেপ কামনা করেন। বর্তমানে সরকারি খাস জায়গা দখল- বেদখল করা নিয়ে দু'পক্ষ মরিয়া হয়ে উঠেছে। ফলে যে কোন মুহূর্তে রক্তক্ষয়ি সংঘর্ষে আশংকা করেছে এলাকার লোকজন।


আপনার মূল্যবান মতামত দিন: