বিশেষ প্রতিনিধি।।
সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(এসডিএফ),কম্পোনেন্ট-৩,এসসিএমএফপি,মৎস্য অধিদপ্তর)এর মহেশখালী উপজেলাতে দিন ব্যাপী কর্মশালা ২৯শে অক্টোবর সকাল ১০টার সময় উপজেলার টিডিসি হল রুমে উপজেলার নির্বাহী অফিসার মোঃমাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র উপজেলার মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান খান এর সঞ্চলনায় উক্ত কর্মশালা
অনুষ্টিত হয়েছে। সভায় স্বাগত বক্তব্য রাখেন এসডিএফ এর রিজিওনাল কর্মকর্তা হাসান নেওয়াজ মোঃমামুন।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া,থানার ওসি আব্দুল হাই,ভাইস চেয়ারম্যান জহির উদ্দিন। এসডিএফ এর কার্যক্রম তুলে ধরেন CF আব্দুল মতিন, ভারপ্রাপ্ত ক্লাষ্টার অফিসার যোগেশ চন্দ্র রায়, CF মোর্শেদ আলম চৌধুরী,উপজেলা আওয়ামী মৎস্য জীবীরীগের সবাপতি আনচারুল করিম,মৎস্যজীবী হাফেজ ফোরকান প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
এসডিএফ এর লক্ষ্য ও উদ্দেশ্য হল- প্রকল্প এলাকার অতিদরিদ্র ও দরিদ্র মৎস্যজীবী কমিউনিটি সদস্যদের অংশগ্রহণের ভিত্তিতে বিকল্প আয়ের মাধ্যমে জীবনমান এর টেকসই উন্নয়ন নিশ্চিত করা। প্রকল্পটির মূর উদ্দেশ্য মৎস্যজীবী সম্প্রদায়ের জীবনমানের উন্নয়নের মাধ্যমে দারিদ্র বিমোচন ও পরিবেশ সুরক্ষিত রেখে উপকূলীয় এবং সামুদ্রিক মৎস্যজীবীদের অবদান বৃদ্ধি করা।
                                    
        
                                                                                                                
                                            
                                                                        
                                    
                                    
                                
                                    
                                    
                            
                                
                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                
                                            
                                            
                                            
                                            
                                            
আপনার মূল্যবান মতামত দিন: