
রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।।প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে ও প্রাণিসম্পদ ও ডেইররী উন্নয়ন প্রকল্প (এনডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল-জান্নাহ'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. হাদিউজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নারগিস সুলতানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, উপজেলা প্রাণিসম্পদ ডাঃ মোদন মোহন রায়, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর প্রমুখ।
প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা হুসাইন মো রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ডেইরী এসোসিয়েশনের সভাপতি মনিরুল ইসলাম।
প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন খামারের প্রতিনিধিগণ গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী, কতুতর, তিতপাখিসহ বিভিন্ন প্রজাতির পাখি প্রদর্শন করেন। এছাড়াও প্রদর্শনীতে এরিনা ফার্মা লিমিটেড, রেনেটা ফার্মা লিমিটেডসহ বিভিন্ন ভেটেরিনারি ঔষধ কোম্পানি তাদের উৎপাদিত চিকিৎসা সামগ্রি প্রদর্শন করেন।
পরে ৫ টি ক্যাটাগরিতে উপজেলার ১৫ জন খামারিদের মাঝে ৯০ হাজার নগদ টাকা পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।

আপনার মূল্যবান মতামত দিন: