
সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃ-চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের হয়রত মা ফাতেমা (রা:), খাজা গরীবে নেওয়াজ, মোহতরমা মা ফয়েজ খাতুন ও খায়রুল বশর শাহ আমিরী’র ওরশ ও হযরত মা ফাতেমা (রা:) মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার ২২তম প্রতিষ্ঠিা বার্ষিকী সভা সম্পন্ন হয়েছে ।
গতকাল (২৩ ফেব্রুয়ারী) বুধবার রাতে ঈদে মিলাদুন্নবী (স:) মাহফিল ও হাফেজদের দস্তরবন্দি ও প্রতিযোগিতা মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। মাদ্রসার পরিচালনা কমিটি’র সভাপতি ও পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল সভাপতিত্বে ও মাওলানা জিয়াউর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখছেন পীরে তরিকত শাহসূফি আল্লামা সৈয়দ মুহাম্মদ ফরিদুল আবছার শাহ আমিরী, মামুন রশিদ শাহ আমিরী, কুতুব উদ্দিন শাহ আমিরী, পটিয়া ব্যাংক এসোসিয়েশনের সভাপতি ব্যাংকার আমির হোসেন, হাইদগাঁও ইউপি চেয়ারম্যান বিএম জসিম, হুইপের সহকারী সচিব হাবিবুর হক চৌধুরী, ব্যাংকার জাহাঙ্গীর আলম, হাইদগাও ইউনিয়ন আওয়ামীলীগ আহবায়ক মাহফুজ রহমান হাফেজ, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম জুলু, কাউন্সিলর শফিউল আলম, জসিম উদ্দিন, সাবেক কাউন্সিলর খোরশেদ গনি, হাইদগাও ইউপি সদস্য আবদুল মান্নান গনি, আবদুল রাজ্জাক, রেখা দাশ, শিশু সংগঠন আবদুল করিম, ওরশ কমিটির সাধারণ সম্পাদক শফিউল আলম সওদাগর, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।প্রধান অতিথি বলেন, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও আউলিয়া পাকে আদশ অনুসরণ করে সকলকে আদশিক জীবন গঠন করতে হবে। এবং মাদ্রাসার উন্নয়নে সাবিক সহযোগিতা করার আশ্বাস দেন। পরে অতিথিবৃন্দরা মাদ্রাসার তিন ছাত্র কুরআন এর হাফেজকে দস্তরবন্দি পরিধান করান। উল্লেখ্য ওরশ শরীফে দিনব্যাপী খতমে কোরআন, কেরাত, নাত, আবৃত্তি, মিলাদ মাহফিল ও আখেরী মোনাজাত শেষে তাবরুক বিতরণ করা হয়।

আপনার মূল্যবান মতামত দিন: