
মোঃ ওয়াজেদ আলী।। যশোরের মণিরামপুর বেগারীতলা বাজারে আগুনে পুড়ে মোটরসাইকেলসহ ৩টি ব্যবাসায়ী প্রতিষ্ঠানে প্রায় ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হওয়ার ঘটনার থানার অভিযোগ ১৪ ফেব্রুয়ারী সোমবার রাত ২ টার দিকে উপজেলার বেগারীতলা বাজারের এ অগ্নিকান্ডের ঘটনায় ২২/০২/২২ তারিখে হুরগাতী গ্রামের আতিয়ার রহমানের ছেলে রাজু আহম্মেদ (২৮) বাদি হয়ে বেগারীতলা বাজারে ব্যবসায়ী কমিটির সভাপতি ও টুনিয়াঘরা গ্রামের মৃত আবু বক্কার গাজীর ছেলে জাকির হোসেন (৫০) নামে মনিরামপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। জাকির হোসেনের কাছে জানতে চাইলে বলেন তিনি ছিলেন ঘটনার সাক্ষী তাকে কেউ মামলায় বিষয়ে জানানি সকালে জেনেিেছ আমার নামে অভিযোগ হয়েছে । এ বিষয়ে রাজুর কাছে জানতে চাইলে তিনি বলেন মুদি দোকানে আগুনে পুড়ে আমার ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে আরো দুটি দোকান পুড়ে ছাই , আমরা দোকানদাররা রাতে নাইট ডিউটি করে থাকি ১৪ ফেব্রুয়ারী নাইট ডিউটির তালিকায় ব্যবসায়ী কমিটির সভাপতি জাকির হোসেনের নাম ছিলো না । জাকির হোসেন শফিকুল নামে এক ব্যবসায়ীকে ফোনে জানান যে তার ডিউটি সে করে দিবে এবং অন্য একজন ব্যাবসায়ী ডিউটি করার জন্য আসলে তাকে বলেন বাসায় চলে যেতে আপনার ডিউটি আমি করে দিবো এবং যে স্থানে আগুন লেগেছিলো সেই স্থানের ডিউটির দায়িত্বটা জাকির হোসেন নিয়েছিলো । আমার দোকানে কারেন্টে আগুন লাগে নি জাকির হোসেনের কর্মকান্ড আমার সন্দেহ হওয়ার আমি তরি নামে থানার অভিযোগ দিই । এই বিষয়ে বাজার কমটিরি সাধারণ সম্পাদক বলেন আমরা সুষ্ট তদন্তের জন্য থানায় অভিযোগ দিই জাকির হোসেন আমাকে এবং যারা অভিযোগের সাক্ষি আছে তাদের বিরুদ্ধে চাদাবাজির মামলা ও দেখে নেবার হুমকি দেয়। এ ঘটনার সাধারণ মানুষ থেকে শুরু করে সাধারন ব্যবসায়ীরা প্রসাশনের নিকট সুষ্ট তদন্তের মাধ্যামে বিচারের দাবি জানিয়েছেন।

আপনার মূল্যবান মতামত দিন: