বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২২ ০১:৪৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২২ ০১:৪৯

ছবি সমসাময়িক
মোঃ শাহ্ জালাল।। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল ২৩শে ফেব্রুয়ারী বুধবার সময় সন্ধা সাড়ে ৬ টা বাংলাদেশ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর প্রধান কার্যালয়। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার)। আলোচ্য সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির, সহ সভাপতি ইয়াছিন আহমেদ খান, মোঃ আব্দুস সালাম আজাদ, শাহীন আহমেদ, যুগ্ম সম্পাদক গাজী মোঃ মোজাম্মেল হক বিপিএম (বার), কোষাধক্ষ্য শরীফ মোহাম্মদ আরিফ মিহির, সদস্য ও যশোরের সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী, সদস্য রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, সদস্য মনির হোসেন, আজাদ হোসেনসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মূল্যবান মতামত দিন: